” মনগড়া “”
রাজলক্ষ্মী মৌসুমী
তুমি কী যেন একটা ভাবছো।
তোমার মনের অবস্থা ভালো নেই,
তা আমি বেশ বুঝতে পারছি।।
কেনো অস্থির হয়ে আছো আমায় বলা যায় কী?
জানি বলবে না তবুও বললাম।
শোন তুমি না বললে কী হবে?
আমি সব শুনেছি তোমার ফোনের কথা।
এত ভালোবাসি, এত সময় দিই,
তবুও এতো অবহেলা?
বলো তুমি,শনিবারে কে আসছে?
ওহ্ বুঝেছি তোমার হৃদয়াধিষ্ঠাত্রী আসবে বুঝি?
জানি আমি মেয়েটির নাম বুলবুল তাইনা?
তুমি এত নীচ, এত মিথ্যেবাদী?
দিনের পর দিন অভিনয় করে গেছো,।
ভালোবেসে আমায় ঘরে তুলেছিলে,
সব ছেড়ে আমি তোমার ঘরে এসেছিলাম–
আর তুমি কিনা প্রেম বিলিয়ে যাচ্ছো।
মনে পড়ে তোমার?
রোকেয়া হলের সামনে ফুটপাতে বসে
কতনা মধুর স্মৃতি কত ভালোবাসা?
বলো? আমি কী রাস্তার মেয়ে?
কী নেই আমার বলো তুমি?
তোমার বুলবুলিকে আমি কী করি দেখো,
তা তুমি ভাবতেও পারবে না।
কী হলো? হঠাৎ এত চটে গেলে কেনো?
এতো চিৎকার করছো কেনো?
আস্তে বলো, কী হয়েছে? আবার বলো।
হুম আমি শুনতে পারছি বলো?
কী বললে? বুলবুল কোন মেয়ের নাম নয়?
তাহলে কী? আমি কী বোকা? কিছুই বুঝিনা?
শোন নজরুলের প্রেমিকার নাম কিন্তু
বুলবুল ছিল,সেটা জানো না? কিন্তু
ঘুর্ণিঝড়ের নাম বুলবুল শুনে।
আসলে কী বলবো ভেবে পাচ্ছিনা।
শোন সরি, আমায় ক্ষমা করো।
আর না শুনে না জেনে
কোনদিন কিছু বলবো না গো।
রাত পোহালেই শনিবার, বিপদ সংকেত বার্তা
আবহাওয়া অফিস, ফেইস বুক, পত্রিকা,
জানান দিচ্ছে।
আঙ্গুল ঠুকলেই আমাদের ফেইস বুক
আবারও বার্তা জানাবে।
বুলবুল ধেয়ে আসছে বার বার সংকেত ধ্বনি দিয়ে যাচ্ছে প্রকৃতি।
শনিবারে ভালো মানুষের সবকিছু ভেঙ্গে গুড়ে
সব তছনছ করে দেবে।
আসো বুলবুল তোমায় স্বাগত জানাই।
মাথা ঠান্ডা রেখে মর্ত্যে এসো,
দোহাই তোমার আমাদের মেরো না।।
Leave a Reply