শেরপুর প্রতিনিধি
শেরপুরে করোনাকালীন সময়ে সরকারের নির্দেশনা উপেক্ষা করে বিদ্যালয়ে পাঠদান চালু রাখায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মডার্ন পাবলিক স্কুল, উম্মেসালমা বিদ্যা নিকেতন ও জিনিয়াস কিন্ডার গার্টেন এই ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ জরিমানা আদায় করেন।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মেহনাজ ফেরদৌস এ আদালত পরিচালনা করেন।
জানা যায়, সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারী নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে মর্ডান পাবলিক স্কুল উম্মে সালমা বিদ্যানিকেতন ও পৌর এলাকার জিনিয়াস কিন্ডার গার্টেন চালু রেখে শিক্ষার্থীদেয় পাঠদান করায় ওই প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিষ্ট্যাট সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস মডার্ন পাবলিক স্কুলকে ১০ হাজার, উম্মে সালমা বিদ্যা নিকেতন পরিচালককে ১৫ হাজার ও জিনিয়াস কিন্ডার গার্টেনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সেই সাথে প্রতিষ্ঠানগুলো কর্তারা ভবিষ্যতে এ হেন কর্মকান্ড পরিচালনা করবে না বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
Leave a Reply