নিজস্ব প্রতিবেদক, নরসিংদী :
শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, করোনাকে রেখেই আমাদেরকে চলতে হবে। অন্যান্য মহামারীর সাথে যেমন যুদ্ধ করেছি আমাদেরকে তেমন ভাবেই যুদ্ধ করতে হবে। হাত গুটিয়ে বসে থাকা যাবেনা। আমাদেরকে সাহস যোগাতে হবে শক্তি যোগাতে হবে মানুষ যেন হতাশ না হয়।
আজ দুপুরে নরসিংদী মনোহরদীতে মন্ত্রীর বাগানবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের বিপক্ষ শক্তি কিন্তু বুলিতে আছে তারা মাঠে নাই। তারা মানুষের পাশে নাই, তারা সুবিধাবাদী শ্রেণি, তারা মানুষের পাশে আসে নাই।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও মনোহরদী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
পরে আলোচনা সভায় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগগের সভাপতি এড. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ও মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন প্রমূখ।
Leave a Reply