ডেস্ক রির্পোট
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে কক্সবাজার শহরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই সাংসদ। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
তবে বদি করোনা আক্রান্ত হলেও পরীক্ষায় বদির স্ত্রী কক্সবাজার-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।
কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে বদি ও তার স্ত্রী কয়েকদিন ধরেই নিজেদের বাসায় অবস্থান করছিলেন। প্রথমে স্ত্রী শাহিন আক্তারের নমুনা পরীক্ষা হলে নেগেটিভ ফলাফল আসে। কিন্তু তার টাইফয়েড ধরা পড়ায় বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব পরীক্ষায় সাবেক এমপি বদির করোনাভাইরাস পজেটিভ আসার পর আজ সন্ধ্যায় কক্সবাজার শহরের নিজ বাসা থেকে তাকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অবস্থার অবনতি হওয়ায় আজ রাতেই তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তার বিশেষ সহকারি হেলাল উদ্দিন।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৯-০৬-২০ইং
Leave a Reply