অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে যেমন মানুষের মৃত্যু হচ্ছে তেমনি বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ইতালি, কানাডাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপকহারে বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ছয় দেশে এ পর্যন্ত ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুধুমাত্র সৌদি আরবেই মৃত্যূবরণ করেছেন ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি।
সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস এবং বসবাসরত প্রবাসীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সৌদি আরবে শনিবার বিকেল পর্যন্ত করোনায় ৫২১ জন বাংলাদেশি মৃত্যূ হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মৃত্যূ হয় প্রায় ১২৫ জন, কুয়েতে ৬০ জন, ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন প্রবাসী বাংলাদেশি।
জিসিসিভুক্ত ছয় দেশে এ পর্যন্ত মৃত্যূর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।
অন্যদিকে যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জনসহ এখন পর্যন্ত মোট ১৯ দেশে এক হাজার ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর শনিবার সকাল পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যূবরণ করে ১ হাজার ৯৯৭ জন।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৫ জুলাই ২০২০ইং
Leave a Reply