করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এক দিনেই ১৪ জন মারা গেছেন। যা এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জন।
আর আক্রান্ত হয়েছেন আরো ৮৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।
রবিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, মৃত্যু ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন। আর নারী চারজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট দুই হাজার ৬৫০ জন।
বুলেটিনে জানানো হয়, ৩৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব মেনে চলা ও কোনো জমায়েত ও অনুষ্ঠানে অংশ না নিতে অনুরোধ করা হয়।
Leave a Reply