ডেস্ক রির্পোট
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করেছে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার। তিনি এরশাদের ব্যক্তিগত সচিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শনিবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যূর বিষয়টি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক নিশ্চিত করেছেন।
জানা যায়, ষাটোর্ধ্ব জাপার এই শীর্ষ নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
এরশাদের ফুপাতো ভাই সাফায়েত হোসেনের ছেলে খালেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়া অবস্থায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৯৮৬ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে যোগ দেন জাতীয় পার্টিতে। খালেদ প্রথমে দলীয় চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দলের কোষাধ্যক্ষ ও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।
এরশাদের জীবদ্দশায় খালেদ আখতার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য পদ পেলেও নবম কাউন্সিলে তাকে আর ওই পদে রাখা হয়নি। যদিও সেই সময় জাপার চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তাকে প্রেসিডিয়াম সদস্য করেন। কিন্তু দলের গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদ কাউকে পদ দিতে পারেন না।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/১১ জুলাই ২০২০ইং
Leave a Reply