নিজস্ব প্রতিবেদক:
করোনায় কেড়ে নিল নরসিংদী সরকারি কলেজর সাবেক জনপ্রিয় ভিপি ও কোহিনুর জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মৌলভী তারেক আহমেদের প্রাণ।
মঙ্গলবার রাত ১১ টা করোনায় আক্রান্ত হয়ে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয় (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ভিপি তারেক নামে পরিচিত সদা হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে সর্বমহলে তার ব্যাপক গ্রহন যোগ্যতা ছিল। নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদে তিনি পর পর দু’বার ভিপি হিসেবে নির্বাচিত হন। তিনি কোহিনুর জুট মিল ছাড়াও একাধারে নাহার জুট মিল, টি হোসেন প্রোপার্টিজ লিমিটেড এবং টি হোসেন এন্ড কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা মৌলভী তারেক আহমেদকে রাজনৈতিক অঙ্গনে খুব একটা দেখা যেত না।
একজন দক্ষ ক্রিকেট সংগঠক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল। তারেক আহমেদের মৃত্যূর খবরে পুরো নরসিংদী জেলা শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply