তুহিন ভূইয়াঃ- চীনের উহান থেকে উৎপত্তি প্রাণঘাতীক করোনা ভাইরাস। র্বতমানে বিশ্বে মহামারী আকার ধারণ করেছে ।এই ভাইরাসের কারণে বিশ্বের অনেক শহর লকডাউন বা জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
করোনার কারণে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।ফলে বাসাই বসে থেকেও অনলাইনের মাধ্যমে ক্লাস করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ।এছাড়াও সামাজিক সংগঠনগুলোও তাদের নিয়মিত সভা করছে অনলাইনে।করোনা মহামারীতে থেকে নেই তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাব। ক্যারিয়ার ক্লাবের নিয়মিত কার্যক্রম অনলাইনে পরিচালনা করছে, সরকারি তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক জিল্লুর রহমান।
ক্যারিয়ার ক্লাবের সদস্য ২০১৮-১৯ শিক্ষার্বষের রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফ হুসাইন রাজন বলেন করোনার কারণে আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে থেকেও ক্যারিয়ার ক্লাবের আয়োজনে আত্ন উন্নয়নে বিভিন্ন বিষয়ে অনলাইনে ক্লাস করতেছি। এরই ধারাবাহিকতায় এখন আমাদের ইংরেজির উপরে দক্ষতা অর্জনের জন্য ফেসবুক মেসেঞ্জার গ্রুপে প্রতিদিন ইংরেজির বিভিন্ন বিষয়ের উপরে কিউ কার্ড দিয়ে দেয় পরে আমাদের কাছ থেকে কাছ থেকে ঐ নিদিষ্ট বিষয়ের উপরের আমাদের নিজস্ব মতামত জানতে চায়। এতে করে যেমন আমাদের জরতা কেটে যায়, আবার আমরা নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারি।ক্যারিয়ার ক্লাবের এই উদ্যোগে আমাদের হোম কোয়ারেন্টাইন সময় বেশ ভালো ভাবে কাটেছে।
তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাবের রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. জিল্লুর রহমান বলেন আমরা বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমাদের এই কার্যক্রম চালু করেছি। সদস্যদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। এছাড়াও আমরা অনলাইনে প্রতিভা অন্বষেণ ইভেন্ট চালু করেছি।লকডাউনের সময় যদি বাড়ানো হয় তা হলে আমরা অন্য আরও ইভেন্ট চালু করব।
Leave a Reply