করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো চারজন মারা গেছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ জন।
রবিবার দুপুরে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য দেন।
তিনি জানান, সারা দেশে ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ১৩৪০টি নমুনা।
নতুন মৃত্যুদের মধ্যে ৩০-৪০ বছর বয়সী দুইজন রয়েছেন। আর ষাটোর্ধ একজন। সত্তরোর্ধ্ব একজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ৫০ ভাগ ঢাকার। বাকিগুলো অন্যান্য জেলার।
নতুন আক্রান্ত জেলা হলো- লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঝালকাঠি ও ঠাকুরগাঁও।
Leave a Reply