ডেস্ক রিপোর্ট
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাবে অর্থনৈতিক ভাবে বির্পযস্ত বরিশাল নগরীর প্রতিবন্ধী শিশু ও অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন বরিশাল উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের (ডিএলআরসি অফিস) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বুধবার (২২ এপ্রিল) সকালে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীলের নেতৃত্বে অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ শহরের কাউনিয়া, শিশুপার্ক কলোণী, চরমোনাই খেয়াঘাট কলোণী ও রসুলপুর এলাকার বেশকিছু প্রতিবন্ধী শিশু পরিবারের বাড়িতে বাড়িতে উপস্থিত হয়ে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। প্রতিবন্ধী শিশুদের জন্য পোলাও এর চাল, দুধ, ডিম, সেমাই, তেল, শুকনা খাবার ইত্যাদি উপহার হিসেবে দেয়া হয়।
এছাড়া আসন্ন রমজান মাস উপলক্ষে করোনায় পর্যদুস্ত অসহায় কয়েকটি পরিবারের প্রত্যেককে চাল, ডাল, তেল, ছোলা, আলু ইত্যাদি প্রদান করা হয়। উপহার পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী শিশু রাকিব বলেন, আমার এ দুধ সেমাই আমি ইদের দিন খাবো।
উল্লেখ্য, ডিএলআরসি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এ ত্রাণ বিতরণের সময় ডিএলআরসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবদুল হালিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply