ডেস্ক রির্পোট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যূর মিছিলে যুক্ত আছেন এ পর্যন্ত বিএনপির ৭৩ জন নেতাকর্মী । এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের ২৮৪ জন নেতাকর্মী । বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে দলের কেন্দ্রীয় করোনাভাইরাস সেলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ মহামারিতে সরকার দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। চীনা বিশেষজ্ঞরাই বলে গেছেন যে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বাংলাদেশের কোন প্রস্তুতি ছিল না। সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্য মিথ্যচার করছে।
তিনি বলেন, প্রমাণ হয়ে গেছে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ পরীক্ষা করতে পারছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোথাও আইসিউ বেড নাই, অথচ উন্নয়ন দেখানো হচ্ছে। গত এক দশকে স্বাস্থ্য খাতে বাজেট কমানো হচ্ছে।
তিনি আরও বলেন, কারাগারে ২০০ কারাবন্দী আক্রান্ত হয়েছেন। রাজনৈতিক মিথ্যা মামলায় যারা আটক রয়েছেন, বয়স্ক রয়েছেন তাদের মুক্তি দেয়ার জন্য আমরা দাবি জানিয়েছি।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৫-০৬-২০ইং
Leave a Reply