আফ্রিকা করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরবর্তী কেন্দ্র হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেয়া হয়।
আফ্রিকা মহাদেশ গত সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পুরো আফ্রিকায় এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন প্রায় ১ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ১৯ হাজারেও বেশি মানুষ।
আফ্রিকায় বিভিন্ন দেশের রাজধানী থেকেই এই ভাইরাস পুরো আফ্রিকায় ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া করোনা চিকিৎসায় আফ্রিকা মহাদেশে ভেন্টিলেটরের অভাব রয়েছে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়।
আফ্রিকায় প্রায় এক তৃতীয়াংশ মানুষের কাছে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। এছাড়া মহাদেশটির শহরে বাস করা ৬০ শতাংশ মানুষই বস্তিতে থাকে। আর এমন ঘনবসতির বস্তি থেকে সহজেই ছড়াতে পারে করোনা ভাইরাস।
ইত্তেফাক
Leave a Reply