ডেস্ক রির্পোট
বগুড়ায় দিন দিন করোনায় সাংবাদিক আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বগুড়া প্রেসক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আারিফ রেহমান এক বিবৃতিতে এ ঘোষনা করেছেন।
বিবৃতিতে বলা হয় করোনা পরিস্থিতির অবনতি, অধিক সংখ্যক সাংবাদিক করোনায় আক্রান্ত এবং সংক্রমণ এড়াতে বগুড়া প্রেসক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি এবং পরবর্তী সিন্ধান্ত না দেয়া পর্যন্ত প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন, সদস্য সমাগম এবং স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে আক্রান্ত সাংবাদিকদের সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এছাড়াও করোনা পরিস্থিতিতে যেসব সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করছেন তাদেরকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান জানান, বগুড়ায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ১০ জনের বেশি সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় সংক্রমণের ঝুঁকি বাড়ায় প্রেসক্লাব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় কর্মরত অন্তত ১৪ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৫-০৬-২০ইং
Leave a Reply