মোঃ মোস্তফা খান:
ডাক্তার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহীনির সদস্যদের পাশাপাশি করোনা ভাইরাসের চরম ঝুকিতে রয়েছেন সাংবাদিকরাও। ডাক্তার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা সংশ্লিষ্ট্র উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বা যে কোন ভাবে করোনা প্রতিরোধক সামগ্রী পেয়ে থাকলেও সাংবাদিকদের দেখার কেউ নেই।
সাংবাদিকদের বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ/জাতির বিবেক। সেই জাতির বিবেক আজ রাষ্ট্রের কাছে সবচেয়ে অবহেলিত। চলমান বিশ্বব্যাপি করোনা মহামারীতে জনসাধারণকে সচেতন করতে ডাক্তার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহীনির সদস্যদের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকাও কম নয়।
সেই সাংবাদিকদের দেখার কেউ নেই। সরকারের উর্ধ্বতন কর্তৃপেক্ষর কথা না হয় বাদই দিলাম। এ নিয়ে স্থানীয় প্রশাসনেরও কোন মাথা ব্যাথা নেই।
অথচ করোনা ভাইরাসের চরম ঝুকি নিয়ে উপজেলা প্রশাসনের সকল প্রোগ্রাম তাদের পাশে থেকে সংগ্রহ ও কাভারেজ দিচ্ছে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।
প্রয়োজন যেখানে একান্ত- সংকোচ সেখানে অর্থহীন। সাংবাদিকদেরও পরিবার-পরিজন আছে।
Leave a Reply