করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলায় সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনায় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এখন পর্যন্ত বিষয়টি কার্যকর হয়নি। জেলা সিভিল সার্জন অফিসার ডা. শফিকুল ইসলাম ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
সভায় সভাপতিত্ব করেন শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামাসুদ্দিন খান, নারী ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবির হোসেন প্রমুখ।
ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, জনসমাগম এড়াতে সকল দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও লোকাল পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে। সূত্র: ইত্তেফাক
Leave a Reply