করোনা ভাইরাস ( কোভিড-১৯) মুক্ত হয়েছেন আবদুল মান্নান ভূইয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি শিক্ষা দরদী ও সমাজসেবক এস এম শাহান শাহ শাহীন।
ইতোমধ্যে জানা গেছে গত ১২ই অক্টোবর তিনি অফিস করেছেন।পরে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্ট এ করোন পজেটিভ আসে।
এর পরে গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) আবারও করোনা পরীক্ষা করান। তারপর রিপোর্ট নেগেটিভ আসে। শিক্ষা দরদী ও সমাজসেবক এস এম শাহান শাহ শাহীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান আলহামদুলীল্লাহ সুস্থ্য আছি নিয়মিত আগের মত অফিস করছি।
Leave a Reply