নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতে নরসিংদীর পরে এবার ঢাকার কর্মহীন হয়ে পড়া দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়ালে শিল্পপতি আর,কে চৌধুরি। গতকাল শনিবার ঢাকার যাত্রাবাড়ীস্থ আর,কে চৌধুরির বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে ১ হাজার হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ১ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিষের ডিসি ইফতেখার আলম।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আার কে চৌধুরী সাহেবের বড় ছেলে বাবু চৌধুরী, ফেরদৌস কামাল জুয়েল, বাপ্পী রহমান, আতাউর রহমান, আবদুল মবিন ও মনিরুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় শিল্পপতি আর কে চৌধুরী বলেন, ‘মহামারি করোনা প্রাদুর্ভাব প্রতিরোধ করতে লকডাউন অব্যাহত রয়েছে।ফলে সারাদেশের মানুষ কর্মহীন হয়ে পড়ে এবং দুর্বিসহ জীবন যাপন করছে। যত দিন দেশে এ পরিস্থিতি থাকবে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য এর আগে শিল্পপতি আর কে চৌধুরী তার গ্রামের বাড়ী নরসিংদীর আলোকবালীতে করোনা পরিস্থিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন।
Leave a Reply