ডেস্ক রির্পোট
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোনিয়া (১৩) ও সুমাইয়া (১৪) নামে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ই জুন) সন্ধ্যায় উপজেলার কুটি ইউনিয়নের কুটি পোস্ট অফিসের সিঁড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে কসবা থানা পুলিশ। সুমাইয়া কুটি গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কুটি পোস্ট অফিসের পেছনে একটি লোহার সিঁড়ির সঙ্গে গলা ফাঁস লাগানো অবস্থায় দুই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরহত হাল রির্পোট তৈরি করে।তাদের শরিরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারন করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৭-০৬-২০ইং
Leave a Reply