কাজাখস্তানে ১০০ আরোহীসহ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে ১৪ নিহত হয়েছে। এতে আরও ৩৫ জন আহত হয়েছেন যাদের মধ্যে ৮টি শিশুও রয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে
শুক্রবার স্থানীয় সময় সকালে বেক এয়ারের ফ্লাইট জেড৯২১০০ ওই ফ্লাইটটি আলমাতি বিমানবন্দর থেকে রাজধানী নুর সুলতানের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পর এ দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা প্রদানে সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। জীবিতদের উদ্ধারের কাজ চলছে।
ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পর স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়।
এদিকে বিবিসি জানায়, এর কিছুক্ষণ পর ৭টা ২২ মিনিটে একটি দোতলার বাড়ির ওপর আছড়ে পড়ে প্লেনটি।
Leave a Reply