কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে পরিবার পরিকল্পনা ও নিরবিচ্ছিন্নভাবে পণ্য সরবরাহ এবং ব্যবহারকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, কিশোরগঞ্জ এর আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা আনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম, উপ-পরিচালক ফৌজিয়া আসমত, সহকারী পরিচালক মুহাম্মদ নাজমুল আনোয়ারসহ সকল উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী ও কর্মকর্তা এবং মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)। কর্মশালায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কনডমের সঠিক ব্যবহার, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
Leave a Reply