নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তরে কীটনাশক পান করে নিলয় (১৬) ও ফাহিমা (১২)।নামে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন। তাদের মধ্যে বেশ কিছুদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল। নিলয় কলসভাঙ্গা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত হান্নান প্রধানের ছেলে এবং ফাহিমা কাশিমনগর গ্রামের মো. মোহনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, নিলয় ও ফাহিমার মধ্যে মনোমালিন্য হয়। এতে তারা দুজনেই কীটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলে। এতে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পথেই ফাহিমা মারা যায়। অন্যদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় নিলয় মারা যায়।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন ওপেল বলেন, তাদের মৃত্যুর খবর শুনেছি। স্থানীয় ইউপি সদস্যকে খোঁজ-খবর নেওয়ার জন্য বলা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে অপমৃত্যু। তবে আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠাব।
Leave a Reply