কুষ্টিয়া প্রতিনিধি
করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ জেলা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (৭ আগস্ট)সকাল ৯টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯ টি ওয়ার্ড মিলে মোট ২০ টি কেন্দ্রে করোনার টিকাদান কর্মসূচী শুরু হয়েছে।
পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ১ নাম্বার ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হচ্ছে। ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে মোট তিনটি বুথে ৬ শত এবং পৌরসভার প্রতিটি ওয়াডের্র টিকা কেন্দ্রে ২ শত মানুষের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আকুল উদ্দিন জানান, উপজেলায় মোট ৮ হাজার ৪শ’ জনকে টিকা দেওয়া হবে। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। সুষ্ঠভাবে টিকাদান কর্মসূচি সফল করতে টিকাদান কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে টিকা নিতে আসা লোকজনকে সুরক্ষা এ্যাপসের মাধ্যমে নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ব্যাপক কার্য্ক্রম চালিয়েছে। করোনা ভাইরাসের টিকা কারা নিতে পারবেন এবং পারবেন না সেই বার্তা দিয়ে টিকা গ্রহণ কেন্দ্রগুলোতে চলছে মাইকিং।
প্রতিটি টিকা কেন্দ্রে বয়স্ক , নারী ও প্রতিবন্ধীদের টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নিরাপদ দুরত্বে মুখে মাস্ক পরিধান করে সবাইকে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেক কেন্দ্রে তাৎক্ষনিকভাবে নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলার করোনার টিকাদান কার্যক্রম নির্বিগ্নে পরিচালনার জন্য সকাল থেকে প্রতিটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আকুল উদ্দিন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার।
Leave a Reply