মোঃ সম্রাট আলী, দৌলতপুর (কুষ্টিয়া) :
কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক নাহারুল ইসলামের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দৈনিক আরশীনগর পত্রিকা কার্যালয়ে ইফতার, দোয়া মাহফিল, মহিলা এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে মরহুমের নিজ গ্রামে দোয়া মাহফিল, মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়।
দৈনিক বাংলার বাণী পত্রিকার সাংবাদিক নাহারুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে রাজনীতিক, সামাজিক ও বিশিষ্ট নাগরিকেরা বিবৃতি প্রদান করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য যে, দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব প্রয়াত সাংবাদিক নাহারুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। বিএফইউজের সহ-সভাপতি ও ডেইলি নিউনেশন পত্রিকার জেলা প্রতিনিধি আফরোজা আক্তার ডিউ তাঁর পুত্রবধূ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার তাঁর মেজো ছেলে, জিটিভি ও যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানার ভাগ্নে ও প্রবীণ সাংবাদিক আব্দুল আলিম সাচ্চু তার ছোট ভাই।
Leave a Reply