নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে সোনা হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচী ” পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ত করেন উপজেলা প্রধান স্বেচ্ছাসেবক নজরুল ইসলাম। আলোচনা শেষে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
আলোচনা সভায় জাহিদুল ইসলাম খান বলেন “কুড়িগ্রাম জেলায় বছর ব্যাপি৩০০০০ বৃক্ষ রোপনের অংশ হিসেবে আজ ভূরুঙ্গামারীতেও বৃক্ষ রোপনের শুভ সূচনা করা হল। ধারাবাহিকভাবে সকল উপজেলায় কর্মসূচী দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহঃ প্রধান স্বেচ্ছাসেবক ও কুড়িগ্রাম জেলার প্রধান স্বেচ্ছাসেবক জনাব মোঃ জাহিদুল ইসলাম খান সহ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সহ প্রধান স্বেচ্ছাসেবক এবং সকল ইউনিয়ন প্রধান ও সহঃ প্রধান স্বেচ্ছাসেবক বৃন্দ।
Leave a Reply