নিজস্ব প্রতিবেদক
নরসিংদী পৌরসভা ভাগ্য নির্ধারণী ভোট। স্থগিতকৃত ৪ কেন্দ্রের ভোটের ফলাফলে জানা যাবে কে হচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য নরসিংদীর পৌর পিতা। এছাড়াও আজ আর মাত্র কয়েক ঘন্টা পর নির্বাচিত হবেন ফলাফল ঘোষণার বাকী দুটি সাধারণ ওয়ার্ডে ও দুটি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর।
আর মাত্র কয়েক ঘন্টা পর নরসিংদী পৌরসভার স্থগিতকৃত ৪ কেন্দ্রে নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনকে ঘিরে যেকোন রকমের নাশকতা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্যাটের নেতৃত্বে বিশেষ টিম সার্বিক নিরাপত্তা বজায় রাখতে শহরের টহলরত আছে।
জেলা রিটারিং অফিসারের অফিস সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রয়ারী কেন্দ্র দখল, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং অবৈধভাবে জাল ভোট মারার কারণে নরসিংদী পৌরসভার ৪টি ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ। স্থগিতকৃত কেন্দ্রগুলো হচ্ছে, বৌয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (বিদ্যা সুন্দুরি), ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (পুরাতন কলোনী, ব্রাহ্মনপাড়া), ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (উত্তর নাগরিয়াকান্দি) ও ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় (উত্তর নাগরিয়াকান্দি)। ৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩৭ জন। ইতোমধ্যে ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহনের সকল মালামাল ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় মোট ৪০টি কেন্দ্রেরের মধ্যে বাকী ৩৬টির ভোটের ফলাফল ঘোষনা করে জেলা রিটার্ণিং অফিসার। ৩৬ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমাজাদ হোসেন বাচ্চু নৌকা প্রতিকে ১৮ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন। অপরদিকে মোবাইল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ূম ১৭ হাজার ৩৭০ ভোট পেয়ে ১১ শ ৭৬ ভোটে পিছিয়ে আছে। ৯ হাজার ৬৭৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের হারুণ অর রশিদ।
আজ রবিবার পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নরসিংদী পৌরসভার স্থগিতকৃত ৪ কেন্দ্রে পঞ্চম ধাপের তারিখকে ঠিক রেখে আজই অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা গতকাল শুক্রবার রাতে তাদের প্রচার-প্রচারণ শেষ করেছে। নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গণসংযোগকালে ভোটারদের বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি দিয়ে স্ব স্ব পক্ষে ভোট প্রার্থণা করেন তারা।
আজ অনুষ্ঠিতব্য ৪টি কেন্দ্র্রে ভোট গ্রহণ শেষে ফলাফলে মেয়রসহ দুইজন সাধারণ কাউন্সিলর, ও দুইজন সংরক্ষিত মহিলা কাউন্সিল পদের জয়-পরাজয় নির্ধারিত হবে।
শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপ না চালাতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে শহর জুড়ে রেড এলার্ম জারি করা হয়েছে। তৎপর রাখা হয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের। ইতোমধ্যে শান্তিপূর্ণ নির্বাচনে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকতে পারে এমন কয়েকজনকে গ্রেফতার করেছে।
এদিকে কে হচ্ছেন নরসিংদী পৌর পিতা এই আলোচনায় মুখর পুরো জেলা সেই সাথে চড়ান্ত ফলাফল শুনার অপেক্ষায়। সর্বত্রই একই প্রশ্ন ২৮ তারিখ কে হচ্ছেন আগামী ৫ বছরের জন্য নরসিংদীর পৌর পিতা। কার গলায় পড়বে জয়ের মালা।আর মাত্র কয়েক ঘন্টা পরেই জেলাবাসীর অপেক্ষার প্রহর শেষ হবে।
Leave a Reply