আরিফুর রহমান স্বপন, লাকসাম, কুমিল্লাঃ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মো. আশরাফুল ইসলামের পুত্র সন্তান জন্মের সুসংবাদে তার এক ভক্ত কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করেছেন।
শনিবার উপজেলার লক্ষনপুর ইউনিয়নের মড়হ গ্রামের রিক্সাচালক মো. আনু মিয়া (৬৬) তার প্রিয় খেলোয়াড়ের পুত্র সন্তান হওয়ার সংবাদ শোনে আনন্দে নিজ উদ্যোগে মিষ্টি কিনে লোকজনের মাঝে বিতরন করেন।
রিক্সাচালক আনু মিয়া জানান, ক্রিকেটার মো. আশরাফুল ইসলাম তাঁর অত্যন্ত একজন প্রিয় খেলোয়াড়। ফেইসবুকের মাধ্যমে ওই প্রিয় খেলোয়াড়ের পুত্র সন্তান লাভের এমন সুসংবাদে তিনি খুব খুশী হয়েছেন। তাই এই আনন্দে একজন ভক্ত হিসেবে তিনি মিষ্টি কিনে বিভিন্ন স্থানে বিতরণ করেন এবং লোকজনকে খাওয়ান। আশরাফুল ভক্ত রিকশাচালক আনু মিয়া তার প্রিয় খেলোয়াড়ের নবজাতকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লার কাছে দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply