বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছিলেন তার স্ত্রী শিরিন সুলতানা। এবার তার সত্যতা পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এইচএম আজিমুল হক। তিনি বলেন, ‘আগের একটি মামলায় খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ডিবি পুলিশ তাকে নিয়ে গেছে।’
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) খালেদার জামিন শুনানি থাকায় সকাল থেকে নেতাকর্মীরা হাইকোর্টের সামনে জড়ো হন। সেখান থেকেই বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply