আবারো ক্রিকেট খেলা চলা কালীন সময়ে মাঠে স্ট্যাস্প ভেঙ্গে , আম্পায়ারের সাথে অভদ্র আচরণ করলেন সাকিব আল হাসান। আজ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে আবাহনী মোহামেডান এর খেলায় এলবিডব্লিউর আবেদন করেন সাকিব আল হাসান কিন্ত আম্পায়ার আউটের কল না দেয়ায় আম্পায়ারের এর সাথে অসোভনীয় ব্যবহার করেন এবং লাথি মেরে স্ট্যাম্প ভেঙ্গে ফেলেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও ক্রিকেটের সংবিধান লঙ্ঘন হয়েছে। পরে সাকিব আল হাসান নিজ ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট করেন তিনি মাঠের ঘটনা কে দুঃখ জনক উল্লেখ করে ক্ষমার আবেদন করেন, সাকিব আল হাসান এর টুইট করে এই ক্ষমা চাওয়ার খুশি নন বাংলাদেশ ক্রিকেট ভক্তরা তারা বলেন বারবার সাকিব ক্রিকেট কে প্রশ্ন বিদ্ধ করে যাচ্ছেন, তাই এটা ক্ষমার যোগ্য নয়, তারা বিচার এর দাবি জানান এবং ভবিষ্যতে আর যেন এমন কোনও ঘটনা না ঘটে এমনও আশা ব্যক্ত করেন ক্রিকেট ভক্তরা।
Leave a Reply