নরসিংদী প্রতিনিধি : গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে এই বিক্ষোভ ও সমাবেশ পালন করে নরসিংদী জেলা বিএনপি।
সোমবার বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় হতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলখানা মোড়ে এসে পুলিশি বাধার সম্মুখিন হয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এসরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। ভোট ডাকাতি করে দেশের মানুষের সাধারণ মানুষের নাগরিক অধিকার হরণ করেছে। তাই এ সরকার অবৈধ সরকার। আজ থেকে এক বছর পূর্বে ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে। সেজন্যই আমরা এ দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে আখ্যায়িত করেছি।
খায়রুল কবির খোকন বলেন, বর্তমান এ অবৈধ সরকার দেশের বিচার বিভাগকেও নিয়ন্ত্রন করছে। দেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এসরকার দেশে সাধারণ জনগনের মৌলিক অধিকারও হরণ করে নিয়েছে। মানুষ কথা বলতে পারেনা । মুখ খুললেই জেল-জুলুম, গুম-খুনের শিকার হচ্ছে। তিনি ডাকসুর ভিপির উপর হামলার তীব্র নিন্দা জানান।
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, এখনও সময় আছে ক্ষমতা একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকারের কাছে ছেড়ে দিয়ে। অবাধ ও সুষ্ঠ নির্বাাচনের ব্যবস্থা নিন। সেই নির্বাচনে আপনাদের জনপ্রিয়তা যাচাই করে নিন। নয়তো বাংলার সাধারণ জনগণ আপনাদের আস্থাকুড়ে নিক্ষেপ করবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আবদুল বাছেদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির আহমেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, জেলা মৎসজীবি দলের সভাপতি মিলন আহম্মেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া, ছাত্রদল নাহিদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply