আমি জলন্ত এই পৃথিবীর আগুনে ভাসিয়া,
আজীবন যাবো তোমায় ভালোবাসে।
তোমাকে নিয়েছি আমি নয়নে খুঁজে,
বাসবো ভালো আমি আত্মার মাঝে ।
গেয়ে ছিলাম যে-দিন তোমার মনের কপাটে,
হাজারও লোকের মধ্যে!
এখন আর আগের মতো, পাইনা তোমায় খুঁজে,
তুমি ঠিক-ই মেরেছো তীর, আমার বুকে।
এখনোও তুমি সেই, শুধু নেই তোমার বাক্য,
আমি আমার মতে, দিবো আমার সাধ্য।
চুরমার করেছো ঠিক-ই, ব্যবহারের আয়না,
কোনদিন বলবো না আর সেই মনের বায়না!
নিয়েছো ঠিক-ই তোমার শোধরানো মাইনা।
তোমাকেই খুঁজে নিয়েছিলাম আমি,
এক অসস্থিকর পরিবেশে!
শুধু তোমায় ভালোবাসি বলে।
তুমি-তো ঠিকই বেসেছো ভালো,
অন্তরে গেঁথেছো সে অহংকারের আলো।
তবুও ভালো বেসে যাবো আমি-
হারিয়ে যাওয়া জলন্ত আলোর পালো।
তোমাকেই তো খুঁজে নিয়েছিলাম আমি,
যেদিন মনের কপাটে ছিলো আমার-
হাজারো লোকের ভীড়।
আজ সেই তুমি, চুরমার করলে,
আমার গহীনে থাকা আত্মার নীড়।
Leave a Reply