তোফায়েল হোসেন, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান শাওন, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, বিজিবি কাথুলী ক্যাম্প কমান্ডার নুরুল আমিন, কাজিপুর ক্যাম্প কমান্ডার বিদ্যুৎ, গাংনী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুল বাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান, সাবেক জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুল হক স্বপন, জাতীয় পার্টি নেতা আব্দুল হালিম প্রমুখ।
মাদক নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশ বাহিনীর কার্য তৎপরতা, ন্যায্য মূল্যে সার বিক্রি, নির্বাচন অফিসে সেবা নিতে আসা মানুষের চরম ভোগান্তি, ভূমি অফিসে খারিজ ও খাজনা/দাখিলা বিষয়ে মানুষের ভোগান্তি বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় গাংনী র্যাব ক্যাম্প কমান্ডার রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, গাংগি পৌরসভার প্যানেল মেয়র আছাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা কাজী মনসূর আলমসহ উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply