মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে গাংনীর বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট।
জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও কম। তবে আঞ্চলিক সড়ক গুলোতে জরুরী পণ্যবাহীগাড়ী ছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ী, ইজিবাইক ও পাখি ভ্যান চলাচল করছে।
এদিকে বৃহস্পতিবার ভোরবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিকে উপেক্ষা করে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী পৌর কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে বাড়ির বাইরে বের হওয়া লোকজনকে বাড়িতে ফেরত পাঠানো ও জনসচেতনতা বৃদ্ধিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সেইসাথে বিভিন্ন অজুহাতে রাস্তায় চলাচল করা যানবাহনগুলো ফেরত পাঠাতেও বদ্ধ পরিকর তিনি। সর্বাত্মক লকডাউন সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংঙ্খলাবাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন। বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
চলমান লকডাউন বাস্তবায়ন করতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে লোকজনকে সচেতন করছেন।
Leave a Reply