মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে টিকা দিয়ে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিলন (১৪) নামের এক স্কুল ছাত্রের। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকা পশ্চিম মালসাদহ গ্রামের ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিলন উপজেলার সহড়াতলা গ্রামের কৃষক রাহাতুল্লাহ’র ছেলে। সে এইচ এস কে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠী একই গ্রামের আব্দুল্লাহ জানায়, সকালে ৮ জন বন্ধু মিলে টিকা নিতে আসে গাংনী পৌরসভায়। টিকা নিয়ে বাড়ি ফেরার পথে পশ্চিম মালসাদহ গ্রামের ব্র্যাক স্কুলের সামনে পৌছলে রাস্তার ঝাকুনিতে শিলনের মাথা গাড়ির বাইরে ঝুঁকে পড়ে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গাংনীগামী অপর একটি ইজিবাইকের সাথে শিলনের মাথায় আঘাত লাগলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সহপাঠী ও সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসকধীন অবস্থায় তার মৃত্যূ হয়।
সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের সংবাদ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার দুঃখ প্রকাশ করেন। তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply