1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

গাংনীতে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৪৫ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী- হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ ও গোপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও আরোহীসহ ৪ জন মারাত্বকভাবে আহত হয়েছে।

আহতরা হলেন- গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন, হেমায়েতপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ইমরান হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম ও একই গ্রামের চাঁদ আলীর ছেলে সাকিল হোসেন।

স্থানীয়রা জানান, রাশেদুল, ইমরান ও সাকিল তিন বন্ধু একটি মোটর সাইকেলযোগে গাংনী উপজেলা শহর থেকে হাটবোয়ালিয়া বাজারের দিকে যাচ্ছিলো। তারা পূর্বমালসাদহ ও গোপালনগর গ্রামের মাঝামাঝি স্থানে একটি যাত্রীবাহি লেগুনা গাড়ীকে (ওভারটেক) পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা

অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংঘর্ষে ৪ জন আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ সময় আহতদের মধ্য তিন জনের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host