তোফায়েল হোসেন, গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রাম থেকে ৪ বোতল ফেন্সিডিলসহ করিম খান নামে এক যুবককে আটক করেছে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক শাহজালাল খান এর নেতৃত্বে উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন, সহ উপ-পরিদর্শক রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে খাসমহল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে করিম খানের বসবাসের ঘর থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
করিম খান খাস মহল গ্রামের মৃত হিমা খানের ছেলে। ওই সময় অবৈধ মাদকদ্রব্য রাখার দায়ে করিম খানকে আটক করা হয়। আগামীকাল করিম খানের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply