মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রাম থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে গাংনী থানা পুলিশ।
রোববার দুপুর সোয়া ২ টার দিকে লক্ষীনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে উভয়ের নিকট থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (২২) ও একই গ্রামের মৃত তোফাজ্জেল হকের ছেলে রাজা মিয়া (২৩)
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, লক্ষীনারায়নপুর ধলা গ্রামে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নাহিদুল ও রাজা মিয়াকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কাল আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply