গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে ওই রেল সড়কের ৭টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস।
এছাড়া ঢাকাগামী বলাকা কমিউটার, মহুয়া এক্সপ্রেস, অগ্নীবিনা এক্সপ্রেস আটকা রয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেনসমূহ আটকা থাকায় ৭টি ট্রেনের হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দূর্ভোগে পড়েছে। উদ্ধারকারী দল এসে দূর্ঘটনা কবলিত ইঞ্জিন উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাস্টার শামীমা জাহান। তিনি আরও জানান, ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি বিকাল ৫.১০ মিনিটে শ্রীপুর স্টেশনের দুই নাম্বার লাইনে এসে দাঁড়ায়। এক পর্যায়ে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। ট্রেনের সংশ্লিষ্টরা ক্রুটি সারিয়ে ইঞ্জিনটি পরীক্ষামূলক ভাবে চালায়।
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইঞ্জিনটি শ্রীপুর স্টেশনের দক্ষিনের পয়েন্ট অতিক্রম করে এক নম্বর লাইনে প্রবেশ করার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বিভিন্ন স্টেশনে ৭টি ট্রেন আটকে পড়ে।
কর্তব্যরত স্টেশন মাস্টার শামীমা জাহান আরো জানান, ঢাকাগামী বলাকা কমিউটার, মহুয়া, অগ্নীবিনা এবং ময়মনসিংহগামী যমুন আন্তনগর, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস সহ ৭টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া মশাখালী রেল স্টেশনে মহুয়া এবং রাজেন্দ্রপুর স্টেশনে যমুনা আন্তনগর ট্রেনটি আটকা পড়েছে। অন্য ট্রেনগুলো কোন কোন স্টেশনে আটকা আছে ওই স্টেশন মাস্টার তা নিশ্চিত করতে পারেনি।
তিনি জানান, ঢাকা এবং ময়মনসিংহের কন্ট্রোল রুমে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল এসে দূর্ঘটনা কবলিত ইঞ্জিনটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
স্থানীয় ও ট্রেন যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ৭টি ট্রেনের চলাচল বিভিন্ন স্টেশনে আটকে থাকায় চরম দূর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।
Leave a Reply