নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় পরিবহন সংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি ও ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্প কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে ২ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
সোমবার (০২ আগস্ট) সকালে ওই এলাকার ২ নং সিঅ্যান্ডবি বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এ বিক্ষোভ করেন শ্রমিকরা।
পোশাক শ্রমিক জামাল উদ্দিন জানান, করোনা সংক্রমণের এই সময় জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছি। সকালে কারখানায় যাওয়ার জন্য বের হয়েছি। গণপরিবহনগুলো বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে আমাদের। আর গণপরিবহনগুলো বন্ধ থাকার এই সুযোগটা কাজে লাগাচ্ছে রিক্সাচালকরা। তারা বিশ টাকার ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হাকাচ্ছেন।
কারখানায় যেতে আগে যেখানে বিশ টাকা খরচ হতো সেখানে বর্তমানে একশ’ টাকার অধিক ব্যয় হয়। অতিরিক্ত ব্যয়ে সংসার চালাতে হিমসিম খেতে হয়। তাই মাঝে মধ্যে পায়ে হেটেই কারখানায় চলে যাই।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পোশাক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিরে নেয়ার চেষ্টা চলছে।
Leave a Reply