নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে গানে ও আড্ডায় নরসিংদী সম্পাদক পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর অরবিট রেষ্টুরেন্টে (তৃতীয় তলায়) এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিধি মেনে নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক সময়ের মুক্তচিন্তা ও সাপ্তাহিক নরসিংদীর কন্ঠ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাপ্তাহিক নরসিংদীর তথ্য পত্রিকার সম্পাদক মো: মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্পাদকদের ঈদ পরবর্তী এই মিলনমেলায় উপস্থিত ছিলেন দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক আবদুল আউয়াল, দৈনিক আজকের খোঁজখবরের সম্পাদক মনজিল এ মিল্লাত, দৈনিক আলোচনা পত্রিকার সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, জোনাকী টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক ও রায়পুরায় প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খান, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরুদ্দিন আহমেদ, দৈনিক নরসিংদী সারাদিনের সম্পাদক এটি এম মোস্তফা বাবর, সাপ্তাহিক বর্তমান যোগাযোগের সম্পাদক শফিকুল ইসলাম, নিউজ সময়ের সম্পাদক মো: শফিকুল ইসলাম মতি, আমরা নরসিংদীবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক তৌকির আহম্মেদ, দৈনিক নরসিংদীর নবকন্ঠের সম্পাদক কামাল হোসেন, সময় নিউজের শফিক প্রধান, নরসিংদীর সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মোস্তাক আহম্মেদসহ নরসিংদী থেকে প্রকাশিত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সম্পাদক বৃন্দ।
অনুষ্ঠানের বৈশাখী সঙ্গীত একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সম্পাদকদের এই মিলনমেলাকে প্রাণবন্ত করে তোলে। আড্ডা আর গানে নরসিংদী সম্পাদক পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি স্বরণীয় হয়ে থাকবে বলে আগতরা তাদের মত প্রকাশকালে বলেন।
Leave a Reply