গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে পঞ্চমধাপে অনুষ্ঠিতব্য ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৩শ ৬১জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩২, সংরক্ষিত (মহিলা)আসনে ৮২ ও সাধারণ সদস্য পদে ২৪৭ জন জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো। নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলমের কাছে উৎসব মুখর পরিবেশে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন ।
গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ১নং নাজিরপুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী নতুন মুখ মোঃ শরিফুল ইসলাম শরিফসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২নং বিয়াঘাট ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক ও ইসলামী আন্দোলনের ১জনসহ আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সতন্ত্র মিলে মোট ৮ জন প্রার্থী। ৩নং খুবজিপুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন ও মনোনয়ন বঞ্চিত আরো ২জন তাদের প্রার্থীতা দাখিল করেন । ৪নং মশিন্দা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ ৩জন প্রার্থী। ৫নং ধারাবারিষা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত দলীয় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টারসহ ৪ জন প্রার্থী। ৬নং চাপিলা ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টোসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলম জানান, পঞ্চম ধাপে গুরুদাসপুর উপজেলার ৬ ইউপিতে নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর রিটার্নিং কর্মকতা কর্তৃক এসব মনোনয়ন পত্র বাছাই করা হবে এর পর আপিল ১৩-১৫ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ ডিসেম্বর। । প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী ৫ জানুয়ারী।
তিনি আরও জানান, ইউপি নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মূখর পরিবেশে এলাকার মানুষ ভোট দিতে পাড়ে এরজন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করেছে।
গুরুদাসপুর উপজেলার ৬ ইউপিতে মোট ভোটার ১ ল ৪২ হাজার ৮৩ জন, নাজিরপুর ইউনিয়নে ভোটিং মেশিন( ইভিএম) এর মাধ্যমে এবং। বাকি ৫টি ইউপিতে ব্যলট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
Leave a Reply