গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি
গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির পক্ষে এমপির পুত্র আসিফ আব্দুলাহ বিন কুদ্দুস শোভন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ,স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা গুরুদাসপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ জহুরুল ইসলাম।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু রাসেল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল মতিন প্রমুখ্য।
এছাড়াও দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সেই ১৯৭১ সালের ৭ মার্চে দেওয়া কালজয়ী ঐতিহাসিক ভাষণের উপর বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মালার শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা নামী-দামী শিল্পিরা গান পরিবেশন করেন।
Leave a Reply