1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

গুরুদাসপুরে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৫২৭ বার পঠিত

এস,এম ইসাহক আলী রাজু, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

রোববার (২৭ মার্চ) গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অথিতি নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.হারুনর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার মোঃ মতিউর রহমান মুন্না প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, কৃষি প্রযুক্তি মেলা হলো প্রযুক্তি সম্প্রসারণের অন্যতম মাধ্যম। সরকারি – বেসরকারী ও ব্যক্তি উদ্ভাবিত বিভিন্ন কৃষি প্রযুক্তি স্থানীয় পর্যায়ে পরিচিত করে দেওয়ার লক্ষে কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।

উন্নত প্রযুক্তির সফল প্রয়োগকারীদের সাফল্য কৃষকদের মাঝে তুলে ধরতে এবং উদ্ভাবিত কৃষি প্রযুক্তি সমুহের যথাযথ সম্প্রসারণের পথ সুগম করতে কৃষি প্রযুক্তি মেলার ভুমিকা থাকে।

অফিসারদের উদ্দেশ্য তিনি আরও বলেন শুধু দায়িত্ব থেকে নয়, মন থেকে দেশকে ভালবেসে কাজ করার পরামর্শ দেন।

পরে নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস অতিথিদের নিয়ে কৃষি প্রযুক্তি মেলার ১৫ টি স্টল গুলো ঘুরে দেখেন।

মেলার স্টলগুলোতে রয়েছে টেকসই ও আধুনিক কৃষির বিভিন্ন প্রযুক্তিসমুহ প্রদর্শিত হচ্ছে। ডিজিটাল কৃষি গ্যালারীতে মোবাইল এ্যপসের ব্যবহার, অনলাইন সার সপারিশ, কৃষি পরামর্শ কেন্দ্র, আধুনিক ট্রাপ ভিউ সার্ভে সিস্টেম, ড্রোন এগ্রিকালচার, স্কুল কলেজ শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগীতা, কৃষি জাদুঘরে বাংলার পুরাতন ঐতিহ্যবাহী কৃষিযন্ত্রপাতি সমুহ, আধুনিক চাষাবাদ প্রযুক্তির গ্যালারিতে পানি সাশ্রয়ী ড্রিপ ইরিগেশন পদ্ধতি, লাভজনক চাষ পদ্ধতি হিসেবে আলট্রাহাইডেনসিটি আম বাগান।

জৈব সার গ্যালারিতে ট্রাইকো কম্পোস্ট,ভার্মি কম্পোস্ট ও উদ্যোক্তার বিক্রয় কেন্দ্র। নিরাপদ ফসল উতপাদন ও বাজার সংযোজন গ্যালারিতে, বসতবাড়িতে সবজির চাষ ও আদর্শ বাড়ির মডেল।

ভর্তুকির আওতাধীন আধুনিক কৃষি যন্ত্রপাতি সমুহ যেমন- কম্বাইন হারভেস্টার, রিপার, গার্ডেন ট্রিলার, ভুট্টা ভাংগা মেশিন সহ অন্যান্য অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host