এস,এম ইসাহক আলী রাজু, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামে চৈত্রের পথম দিন মঙ্গলবার বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই ঘোড়দৌড়কে ঘিরে চলে দুইদিন ব্যাপী গ্রামীণ মেলা। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে মেলায় পণ্যের পসরা সাজিয়ে বসেন।
মেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ বছরের বেশি সময় ধরে মেলাটি আয়োজিত হয়ে আসছে। যেখানে মূল আকর্ষণ ঘোড়দৌড়।
বুধবার মেলার শেষ দিন বসেছে বৌ মেলা। বৌ মেলাতে পুরুষ মানুষ যাওয়া নিষেধ রয়েছে।
১চৈত্র বিকেলে ঐতিহ্যবাহী মকিমপুর মেলায় গিয়ে দেখা যায়, কয়েকশ দোকানে শিশুদের খেলনা, নাগোর দৌলা, কাপড়-চোপড়, প্রসাধনী, বাঁশ-বেত, খাট, মাটির পাত্র ও মিষ্টি থেকে শুরু করে আসবাব বেচাকেনা চলছে। মেলায় মানুষের সমাগমও চোখে পড়ার মতো ছিল।
মেলার আয়োজক কমিটির সদস্য সুমন বলেন, এই মেলায় ২০০ থেকে ৩০০ দোকান বসে। মেলা ঘিরে পুরো উপজেলায় উৎসবের আমেজ তৈরি হয়। মেলার আশেপাশের বাড়ি বাড়ি চলে আয়োজন। চারিদিকে উৎসবের আমেজ চলে।
চাটমোহর থেকে আসা এক দোকানি বলেন, একদিন আগে মালপত্র নিয়ে তাঁরা চারজন মকিমপুর মেলায় আসছেন। বেচাবিক্রিও ভালোই হয়েছে।
Leave a Reply