এস,এম ইসাহক আলী রাজু, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে মাটিবাহী ট্রাক্টর চাপায় মো. শাকিল প্রামানিক (২২) নামের নব বিবাহিত এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২৫মার্চ) গুরুদাসপুর উপজেলার খোয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত শাকিল গুরুদাসপুর পৌরশহরের গাড়িষা পাড়া মহল্লার আব্দুল খালেক প্রামানিকের একমাত্র ছেলে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, দু’সপ্তাহ আগে আগে গুরুদাসপুর পৌরসভার আনন্দ নগর মহল্লার আলম প্রামানিকের মেয়ে আনিকা খাতুন (১৮)কে বিয়ে করেন শাকিল। নিহত শাকিল ছোটবেলা থেকেই একই এলাকার দশরত প্রামানিকের বাসা ও ইটভাটা দেখা শুনার কাজ করতেন। ঘটনার দিন পৌর সদরের খোয়ারপাড়া মহল্লায় দশরত প্রামানিকের ছেলে মো. জাহিদুল ইসলামের ইটভাটায় ট্রাক্টর থেকে মাটি আনলোডের কাজ করছিলেন। মাটিবাহী ট্রাক্টর চালক রতন আলী (২২) পিছন দিকে ট্রাক্টরটি চালনা করলে ওই ট্রাক্টরটি শাকিলের পেটের ওপর দিকে চলে গেলে ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে নব বিবাহিত আনিকা আজ শুক্রবার স্বামীর বাসা থেকে বাবার বাড়ি যাবার জন্য চলছিলো প্রস্তুতিসহ অতিথি আপ্যায়নের আয়োজন। হঠাৎ শুক্রবার সকাল ১১ টায় মুঠোফোনে খবর আসে মাটি বহনের ট্রাক্টর চাপায় খুন হয়েছেন তাঁর স্বামী শাকিল হোসেন (২২)। আচমকা খবরে আকাশ ভেঙ্গে পড়ে আনিকার মাথায়। স্বামী হারা আনিকার আত্মচিৎকারে বাতাস ভারি হয়েছে।
নিহত শাকিলের স্ত্রী আনিকা ট্রাক্টর চালকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে বলেন, সংসার বুঝে ওঠার আগেই আমি প্রিয়জন হারালাম। আমার মতো এমন ঘটনা যেন কারো না ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক্টর জব্দ করা হয়েছে। তবে এর চালককে গ্রেফতার করতে পুলিশি চেষ্টা চালাচ্ছে।
Leave a Reply