দেশে বহুল আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামের এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রধান আসামি নূর হোসেন বাদল ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে রিমান্ডের আবেদন করে পুলিশ জেলার ৩নং আমলী আদালতের বিচারক সিরিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে তাদের হাজির করে। পরে আদালত বাদলকে সাতদিন এবং মোয়াজ্জেমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।
তথ্যটি জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
এর আগের দিন একই আদালত মামলার ২ নম্বর আসামি আসামি আবদুর রহিম ও ৯ নম্বর আসামি রহমত উল্লাহকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ নিয়ে চার আসামিকে রিমান্ডে নিলো পুলিশ। সোমবার রাতে মামলার ৫ নম্বর আসামি মো. সাজুকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে আগামীকাল বুধবার সাজুকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
সূত্র: ইত্তেফাক
Leave a Reply