ঢাকা দক্ষিণের বিএপি মনোনিত মেয়র প্রার্থী ইশরাক গোপীবাগে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ টা ৫০ মিনিটে ভোট দেন । এসময় তিনি জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করে কিছু কেন্দ্রে বিএনপি এজেন্ট ডুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। তবে কোন কেন্দ্রে এমন ঘটনা ঘটছে তা সঠিকভাবে তিনি বলতে পারেননি।
এরআগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নিজের ভোট প্রদান করেছেন। সকাল সাড়ে ৮টা ৪০ মিনিটে দক্ষিণের ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি তার ভোট প্রয়োগ করেন।
আজ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।
Leave a Reply