নিজস্ব প্রতিবেদক:
গৌরব ও সাফল্যের ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পর্দাপন করলো হক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দৈনিক আমাদের কন্ঠ। দিবসটিকে নানান আয়োজনে পালন করেছে আমাদের কন্ঠ পরিবার ও শুভন্যধায়ীরা।
বুধবার (২ মার্চ) সকাল ১১টায় রাজধানীর মতিঝিলে পত্রিকার প্রধান কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি পালন করেন হক গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোজাহারুল হক শহিদ। ।
এ সময় নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কণ্ঠের পরিবারের সদস্য এবং পাঠক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরও বলেন আমাদের অঙ্গীকার নিয়ে হক গ্রুপের প্রকাশনায় দৈনিক আমাদের কণ্ঠ ২০০৮ সালের ০২ মার্চে পথচলা শুরু হয়েছিল, পাঠকের অব্যাহত আস্থা ও ভালোবাসায় তা অক্ষুণ্ন রয়েছে। প্রতিবছর জমকালো উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে আমাদের কণ্ঠ।
এছাড়া শুরু থেকেই আমাদের কণ্ঠ গণমানুষের কথা বলে, সমাজ ও দেশের সার্বিক কল্যাণচিন্তার প্রতিফলন ঘটিয়েছে। যে কারণে পেয়েছে মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন। যার ফলে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির সংকটের মধ্যেও রয়েছে আমাদের কণ্ঠ নির্বিঘ্ন পথচলা।
মফস্বল সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী, ডিইউজের অপরাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদ, দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, বিএফইউজের নির্বাহী সদস্য জাকির হোসেন, ডিইউজের নির্বাহী সদস্য জেসমিন জুঁই, রফিক লিটন, সাবেক নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন মুকুল, সিনিয়র সাংবাদিক এম মোশাররফ হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা সম্পাদক মো. এহতেসামুল হক তরু, বার্তা সম্পাদক নুরুল হোসেন কাইয়ুম, মহাব্যবস্থাপক মো. মহিদুর রহমান, সহকারী সম্পাদক মশিউর রহমান, বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম খান, সঙ্গীত শিল্পী কাজী শুভ, অভিনেতা ইভান সাইর, রাশেদ শিকদার (বাংলার মি.বিন), অভিনেত্রী সাবরিনা সুলতানা কেয়া প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দৈনিক আমাদের কণ্ঠ নানা চড়াই-উৎরাই পেড়িয়ে ১৪ বছর শেষ করে ১৫ বছরে পদার্পন করেছ। পাঠক প্রিয় এই পত্রিকাটি সত্য প্রকাশে অবিচল। আগামী দিনেও পত্রিকাটি সফলতার সঙ্গে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।
এ সময় আমাদের কণ্ঠ পরিবারের বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক, সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক রাজু আহমেদ, শেখ শাহীন চৌধুরী, দিনা করিম, কম্পিউটার ইনচার্জ নাজিম আহম্মেদসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার আমাদের কণ্ঠ কার্যালয়ে দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সারাদেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় আমাদের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপিত হয়েছে।
Leave a Reply