নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে অসহায়, দিনমজুর ও কর্মহীনদের মাঝে ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে পৌর মেয়র শরিফুল হক।
সোমবার (১১ মে) দুপুরে ফুলদীরটেক এলাকায় ৪শত দিনমজুর ও কর্মহীনদের মাঝে এই শুভেচ্ছা উপহার বিতরণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
শুভেচ্ছা উপহার মধ্যে ছিল, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, পিঁয়াজ ১ কেজি, ছোলাবুট ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাকেট ও তৈল অাধা কেজি। এসময় আরোও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিল ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম নবাব, মহিলা কাউন্সিল (৭,৮ ও ৯নং ওয়ার্ডের) শারমিন সুলতানা।
পৌর মেয়র বলেন, এই খাদ্য কোন ত্রাণ বা সাহায্য নয় এটি শুভেচ্ছা উপহার। পৌর নাগরিক হিসেবে আপনাদের মৌলিক অধিকার। করোনা ভাইরাস প্রতিরোধে আপনাদের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস।
প্রধান অতিথি বলেন, ত্রাণ বা সাহায্য হিসেবে নিবেন না এটি পৌর মেয়রের শুভেচ্ছা উপহার। আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনাদেরকে জানিয়ে রাখি একটি মহল আপনাদের মৌলিক অধিকার ছিনিয়ে নিতে ত্রাণ দিয়ে মন হরনের চেষ্টা করছে। পৌর মেয়রের চেয়ার দখল করতে প্রায়তারা করছে তাদের বিভ্রান্তিকর কথায় কান দিবেন না।
Leave a Reply