1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

চট্টগ্রামে  চসিক নির্বাচনী সহিংসতায় নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে ভোট শুরুর পর থেকে নগরীর বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে পাহাড়তলী ও খুলশীতে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন; নির্মাণ শ্রমিক আলাউদ্দিন আলো (২৮) এবং নিজাম উদ্দিন।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানিয়েছেন, পাহাড়তলীতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আলাউদ্দিন আলো। সকাল ১০টার দিকে পাহাড়তলী ও লালখান বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংষর্ষে ১০ জন আহত হয়। ঘটনার সময় একাধিক মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়।

সেই সংঘর্ষে আহত আলাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজাম উদ্দিন নিহত হন সরাইপাড়া ওয়ার্ডে সংঘর্ষের সময়। বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

মূলত বুধবার ভোটগ্রহণ শুরুর কিছু সময় পর থেকে বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যায়।

এর আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের লোকদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। সকালের দিকে ভোটারদের ভোট দিতে আসতে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের সবকটি কেন্দ্রে এবার প্রথমবার ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হচ্ছে।

আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রার্থী ছাড়াও এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে আরো পাঁচ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকে নগরীর পাহাড়তলী ও লালখানে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নগরীতে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে শুধু লালখান এলাকায় অন্তত ২১ জন আহত হয়েছেন।

এদিকে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির জেরে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে এই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। সেই সঙ্গে নির্বাচনে সহিংসতার অভিযোগে একই ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাঈল হোসেন বালিকে আটক করেছে পুলিশ।

সকাল ৮ টায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host